মেঠ পথ বেয়ে আজ দিয়ে যাই জীবনের আহ্বান,
শস্য শিশির বুনো ফুলে বাজে নতুনের আহ্বান।
গোপনে ডাকিছে স্বপ্নের দূত
নাই বা বুঝুক সকল লোক,
বিন্দু বিন্দু আশার আলোতে এই পৃথিবী পূর্ণ হোক।
জাগতিক সব বাধা ব্যবধান এক নিমেষে চূর্ণ হোক
সাম্যবাদের সাম্যছায়ায় এই পৃথিবী শান্ত হোক।
তোমার মাঝের দিপ্তি আলোক
নাই বা দেখুক জগৎ-লোক,
আপণ প্রাণের পুন্য ছোয়ায় শূন্য সকল পূর্ণ হোক।