নানান রঙে নানান বেশে
দিন আসে যায় ভবোপারে,
পাল্য হরেক দিবস দিনেই
মর্ম হারায় প্রবোধ বিনেই !


সুখ দিবসে জনম দুঃখীর
নয়ন ভাসে চোখের জলে,
তৃষ্ণা চাতক খরার দাহে
পানি দিবসেও পানি যাচে!


যক্ষা দিবসের অমিও বাণী
মানতে নারাজ যক্ষা জানি,
স্বাস্থ্য দিবসের সুঠোম বাণী
স্বাস্থ্যহানীর স্বপ্নই বনে!  


শ্রম দিবসে শ্রমের মূল্য
জোটে কী শ্রমিকের ভালে?
মা দিবসেও সর্বহারা
দুনিয়ায় এতিম দলে !


বিশ্ব প্রবীন দিন পালনে
হয় কী নবীন প্রবীন জনে?
খাদ্য ছাড়াই খাদ্য দিবস
হয় না পালন এ ভুবনে।


প্রাণী দিবসে কতশত প্রাণ
অগোচরে পড়ছে ঝরে,
নারী দিবসেও নরপশুতে
হানছে আঘাত নারীর সম্ভ্রমে!


মনে, হর দিবসের মর্মবাণী
পাল্য হোক প্রতি ক্ষণে,
দিবস মাঝেই ভালোবাসা
হৃদয়হীনেই খুঁজে ফেরে!


শাহজাদপুর, সিরাজগঞ্জ, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, ০২:৫৯ পুর্বাহ্ন।