অনেক হয়েছে রাত সকলি ঘুমায়
জাগ্রশশী আলো ছাড়ি মধুর আবেশে।
গগণের বুক চিঁড়ে মেঘ আসে ভেসে
পবনো বহে ঝিঁ-ঝিঁ হাঁকে তাল বেতালে!
উজানী হাওয়া হানিলো তরণী পালে
বিভূষণে অপরূপা ঝকমারি ভবে!
রবিগ্রাসে রূপনাশী কলঙ্কী তিমিরে
সত্যদাসে পড়ে নুয়ে মিথ্যা মোহ জালে!


নিশিথো চন্দ্রলোকে সাজিলো ধরা আজি
গ্রহণকালে রূপে ভাটা কুশ্রী অবণী
রবিশশী দেহো রশ্মি স্ব-ধর্মে স্ব-কালে!
হেলায় ফেলায় দিন যে গেলো, অবোধী
ভাবলি নে কভূ সদাই আসিলো তবু,
যমগ্রহণের কালে ক্ষমা কোরো প্রভূ!


----------------- শামছুর রহমান
রচনা: ১৭ আগস্ট ২০১৭খ্রি. ১২:৫৫ অপরাহ্ন, শাহজাদপুর, সিরাজগঞ্জ।