বন্ধু, আমি ভালো নেই, তুমি কেমন আছো?
আমি শুনেছি! স্বর্গে সবায়'ই- ভালো থাকে।
আমারও ধারনা, তুমিও সেই স্বর্গেই থাকবে,
তোমাদের জন্যই স্বর্গ, নরকতো অন্যায়ের।
বন্ধু...
কখনোই দেখিনি শুনিনি, কোন মিথ্যাচার,
তুমি চলে যাবে, তা বিশ্বাস করতে পারিনি।
চলে যাবার খবরটায়ও অনেকেই বিস্মিত,
বিশ্বাস অবিশ্বাসের দোলনায়ও দুলেছে...
বন্ধু ...
কত হাসি তামশায়, কাঁটিয়েছি এক সাথে,
জীবনের অনেকটা সময়, আজ তুমি নেই।
যত সুখ-দুঃখ তোমার কাছেই জমা ছিলো,
তুমি'ই ছিলে, আমার দুঃখ রাখার ভান্ডার।  
বন্ধু...
আর শত দুখেও কেউ বলবেনা, শান্ত হও!
সংসারে দেন-দরবার, হৃদয়ের অশান্তিতে।
শুধু- তোমার কথা'ই, বারে বারে মনে পরে,
খুঁজি হৃদয়ে প্রশান্তির জন্য, চেনা সে- মুখ।
বন্ধু ...
যানিনা- আমার কথা, কতটুকু সত্যি হবে,
ভালো মানুষেরা দ্রুতই পালায় পৃথিবীতে।
হয়'তোবা তুমিও ছিলে,তাঁদের'ই একজন,
যেথায় থাকো,ভালো থেকো, এই- কামনা।


                                     ইতি - প্রাণের সখা।