কাল যে- পূর্ণিমা রাতটা গেলো, একাই ছাদে কাটালাম,
সারারাত রেলিংয়ে ধরে, চাঁদের দিকে, তাকিয়ে ছিলাম।
কি...চমৎকার মেঘেদের খেলা, এই মৃদু আধাঁরে, আবার-
ঝলমলে রূপালী আলো, আ'হ্ কি-যে... যৌবনা বাহার।

চাঁদ থেকে, চোখটা নামাতে'ই পারছি না, মনটাও কেমন,
আনন্দে...চাঁদের আলোর সাথে, ঢেউ খেলে, দুর্বলা মন।
মাঝ রাতে নেতিয়ে যাওয়া, ঐ-যে... দুর বনে চোখ যায়,
ঝাপসা-ঝাপসা, আলো-ছায়ায়, বৃক্ষরাজি শান্ত দেখায়।


মাঝে- মাঝে, কানে ভেসে আসে, মিষ্টি সুরেলা সংগীত,
বউকথাকও বউকথাকও, কন্ঠে ছড়ায়, নিশীথে-নিশিত।
কুকুর গুলো, চাদেঁর আলোতে, অন্ধকারে নিশ্চল নিথর,
ছুটি নিয়েছে আলো থেকে, নিশ্চিন্ত মনে, ঘুমে'ই কাতর।


ভোরের আকাশে, সকালের তাঁরা, জানান দিয়ে যায়...
হয়তো- ময়াজ্জিন তৈরি হচ্ছে, সবার ঘুম ভাঙ্গাতে হায়।
নাহ্...আর পারছিনা থাকতে, বিদাই পূর্ণিমা, বিদাই চাঁদ,
হয়তো দেখা হবে, আবারও জীবনে, এমনি কোন রাত।