আমি যম ঘরে কাঁটা লাশ, ক্ষত-বিক্ষত দেহ,
যমরাজে খেলা করে, মাংসের টুকরো হাতে।
ডাক্তার চারপাশে, নাক ঢেকে হাসে বা কেহ,
বাহিরে শৃগাল কুকুর, অপেক্ষায় সেই- গন্ধে।


মা-জননী হতাশ, আতুর ঘরের রক্তের ঘ্রাণ,
সেই নির্ঘুম কালো রাতে, আলোর স্বপ্নযাত্রা।
ঘোর কাঁটে স্বপ্ন ভাঙ্গে, প্রথম শুনে কাকলি,
তবু মুখে হাসি, যদিও ব্যথায় যায় যায় প্রাণ।


আজ আর কোন স্বপ্ন নেই, শুধু হায়-হুতাশ,
বাতাসে কান্নার শোরগোল, বুকেও হুতাশন।
জল নেই চোখে করেছে অনশন, সে ব্যথায়,
যম ঘরের আমি যে আজ, শুধু'ই- মৃত লাশ।