অকালে কোথায় হারালে; অনামিকা!
               ভালোবাসি বন্ধু! তবে কেন যবণিকা?
মেঘেদের জল নিয়ে,ভ্যাপসা রোদ্দুরে,
              শহর থেকে নগর, খুঁজেছি কত সুদূরে।


পেয়ালা ভরা চা চাইনি! কাঁকন হাতে!
             চাঁদ কপালে চুমু দিতে, জোসনা রাতে।
আধাঁরে খুঁজিতে যাইনি! ভরা যৌবন!
              বন্ধু; চেয়েছি শুধু ভালোবাসার সমন।


কত রাত গেলো, দিন,মাস,বছর ঘুরে!
              আজও ডাকি, সেই প্রীতিলতার সুরে।
বন্ধুহীন জীবন, যেন বনবাসের সমর!
              বন্ধু; হোক ভালোবাসায় যুগের অমর।