-সিরাজ আহমেদ ||


বিলাসি সম্পর্কে বেশ ভিড়-
অন্তরীক্ষে ফাটলে চৌচির,
লোক দেখানিয়া তদবির-
অসুস্থ্ মতৈক্যে; শূণ্য নীড় ||


পাশাপাশি বসবাস তাই-
মুচকি হাসিতে মন ভুলাই,
শুভঙ্করি ফাঁকি'টা বর্ষাই-
স্বার্থের সমৃদ্ধি শুধু চাই ||


চলছে চলবে; মাস্তি-মজা-
আমরা সকলে গুপ্ত রাজা,
নিভৃতে চলে ফুটো'টি খোঁজা-
উপরে সম্পর্ক আস্ত-তাজা ||


ওই মীরজাফরি বিশেষণে-
বিশেষ্য পদের ইতিটানে,
অদ্ভুত বাঙালীত্বের দানে-
গর্বিত চাটুকারি সম্মানে ||