- সিরাজ আহমেদ।


অন্তর মাঝে আগুন জ্বলে
লোক দেখানিয়া ভদ্রতায়
গোপনে চাষ বৈষম্যের বিষ
স্বার্থ ও সুখের মগ্নতায়


কাব্য কথায় কালো মেয়ে'কে
কৃষ্ণকলি খেতাবে চালাই
সেই মেয়ে'টা আজও দেখ
বিয়ের বাজারে হেলা ফেলাই


কালো-ধলো প্রকৃতির দান
বলছি মুখে; মানছি কই
আমার কন্যায় কৃষ্ণকলি
আমি পিতায়; বিব্রত রই


গরু'র হাটে; বলির পাঁঠা
খানা-দানায় ভুড়ি ভোজন
নাই রেজাল্ট; জানাবে পরে
জানাই আছে; সেটাই ধরণ


কাঁদেনা কন্যা কয়না কথা
গুমরায় বোবা কান্না নিয়ে
কৃষ্ণকলি আইবুড়ি হয়
বয়স বাড়ে; হয়না বিয়ে


নারী-পুরুষ সমাধিকারে
আছেন যারা নেত্রী-কান্ডারী
কালো কন্যে চায় অধিকার
নারীত্ব'তে সম অধিকারী


মুখের কথায় সাধু সবে
অন্তরালে ঐ কুলোর ফণা
তাও রাজি; সাধ্যের বাড়ায়
কন্যা দায়ের যন্ত্রনা খানা


ঘরে ঘরে বেঘোর রকম
বেদনার নীল স্রোত বয়
সকলে জানে সকলে বুঝে
সত্য বৈষম্যে চুপটি রয়


★★★