- সিরাজ আহমেদ।


জন্মই ছিল যেন আজন্ম পাপ
জীবন ছিল জীবন্ত অভিশাপ
সন্মানের রক্ষায় নিজের বাপ
জ্যান্ত পুতিয়া দমিত মনস্তাপ।


পশুও পাইতো নায্য অধিকার
শুধু নারীই ছিল হিসাবের বা'র
ওয়ারিশ তারা হতো না বাবার
ছিলেন দাসী সম; স্বামী-সংসার।


সব জাতিতে বছর সহস্র কোটি
ব্যতিক্রম নাই; ইতিহাস ঘাটি
যেন পণ্য সম ছিল কন্যা-মা'টি
নারীর তরে করেনি সমাজ রা'টি।


সর্ব সমাজ, জাতী, ধর্মের মতে
নারীরে সবাই বঞ্চিলো গত -তে
'ইসলাম' প্রথম অধিকার দিল হাতে
'নারী' পেল অধিকার পুরুষের সাথে।


নারীগণের মর্যাদা, কর্ম, সন্মান-
'ইসলাম' প্রথম করিল 'মহান'।