- সিরাজ আহমেদ ||


অচিন সুখ ভাগে অনুরাগে
বাঁচতে চাই সুখের সম্ভোগে
দুঃখের নবান্নে সুখেরা ত্যাগে
বিষন্ন মনে'টার অসহযোগে
ভুগছি যে হীনমন্যতা রোগে
দর্শনার্থীগণ সুখে সম্ভোগে
দাঁত কেলিয়ে ওরা, ওই ভাগে
একেলাটি আমি। রয়েছি জেগে
পূর্ণিমা! তবুও কালিমা; মেঘে
জ্যোস্নায় কাঁদছেন অভিযোগে
আমায় বঞ্চিলা; অভিমানে-রাগে


সে অচেনা মনের গুপ্ত বাগে,
যাদুতে ঘুমায়! আর না জাগে।