----------------/////-----------


আমি যে আজ-দিশেহারা
প্রান থাকিতে পাই না খুঁজে ;
জীবন নামের ধারা ,
আমি যে আজ-দিশেহারা ।


জীবন চলায়,প্রতি ক্ষণে ক্ষণে
দেখি আজ মানুষ, চলে আন্-মনে ;
মানুষের সামনে - মানহুষের কাজ
চলিতেছে অবিরত ধারা ,
দেখে ও দেখি না !
বুঝে ও বুঝি না !
আমি যে আজ-দিশেহারা ।


আঁধারে হাঁটিতে আলোর প্রয়োজন
রুদ্রে প্রয়োজন হয় ছায়া ;
বৃষ্টি হতে রক্ষা পেতে
প্রয়োজন হয় ছাতা ।
সময় এসেছে সমবেত হয়ে
সামনে এগিয়ে যাওয়া ।
দেখে ও দেখি না !
বুঝে ও বুঝি না !
আমি যে আজ-দিশেহারা ।


অন্যায়- অত্যাচার চলিতেছে অহরহ
প্রতিবাদ করে না কেহ ;
নিরিহের উপর সবলের প্রভাব
চলিতেছে আজ প্রত্যহ ,
জীবনের প্রয়োজনে বাঁচিবার তাগিদে
ব্যস্ত আজি সারা ;
দেখে ও দেখি না  !
বুঝে ও বুঝি না !
আমি যে আজ-দিশেহারা ।


চারিদিকে আজ চলিতেছে হাহাকার
এ সবি আজ, নিত্য ব্যাপার ;
মানুষের সামনে - মানুষের লাশ ,
এটা যেন আজ - কিছু না ;
দেখে ও দেখি না  !
বুঝে ও বুঝি না !
আমি যে আজ-দিশেহারা ।।


----------


তারিখ :- পহেলা এপ্রিল , ২০১৭ ।
  নিউকাসল ।