শিক্ষাই সম্পদ
----------------//---


শিক্ষায় শিক্ষিত্ হলে
লোকের হয় মান ;
বিদ্যাহীন ব্যক্তি হয়
কখনও পশুর সমান !


বিদ্যা একমাত্র সম্পদ
বন্টন নাহি চলে ;
শিক্ষা অমূল্য সম্পদ
জ্ঞাণী লোকে বলে !


বিদ্যা শিক্ষা ব্যতিরেকে
অবশিষ্ট সম্পদ যাহা ;
সময়ের প্রয়োজনে আইনে
বন্টন হয় তাহা !


পৃথিবীতে ধন-সম্পদ
বন্টনেতে তাহা কমে ;
শিক্ষাই একমাত্র সম্পদ
যাহা বন্টনেতেও বাড়ে !


যে সব জাতি পৃথিবীতে
আজি উন্নতির সর্বাচ্চ শিখড়ে ;
শিক্ষাই তাদের প্রধান সম্পদ
পাই ইতিহাস পড়ে !


তাই মোর আহ্বান আজি
সমাজে সকলের তরে ;
শিক্ষার আলো জ্বালিয়ে দিই
সবার ঘরে ঘরে !


শিক্ষাই সম্পদ-শিক্ষাই মান
এটাই হোক মোদের-আজকের শ্লোগান !!


-------//-------


তারিখ :- ২০ শে এপ্রিল , ২০১৭ !
   সময় :- ৩ ঘটিকা (সকাল) !
         নিউকাসল ।