------------------------//----


শস্য শ্যামল সবুজে ঘেরা
                          সোনার বাংলাদেশ !
সেই দেশেরই সবুজ শহর ;
                         সিলেট দেখতে বেশ ।


সিলেট ওসমানী বিমান বন্দর হতে
                              শহর মূখী হলে !
রাস্তার দু'পাশে সারিবদ্ধ ;
    ইউক্লিপটাস এবং চায়ের বাগান মেলে।


টিলার উপর সারি সারি
                     সাজানো চায়ের বাগান !
ঘুরতে আসা টুরিস্টদের  ;
                          ভরে যায় মন-প্রান ।


পরক্ষণেই চোখ জুরাবে-দেখে
                    নান্দনিক সিলেট পর্যটন !
বাম দিকে সিলেট ক্যাডেট কলেজ ;
                      সাথে সবুজ-সুন্দর বন ।


প্রাকৃতিক সৌন্দর্য্যে-মুগ্ধ মনে
                         সিলেট শহরে এলে !
শাহজালালের(রা:) মাটি সবাইকে ;
                        স্বাগতম সিলেট বলে ।


চোখ জুরায় আর মন ভরে যায়
                   দেখে আউলিয়ার মাজার !
সেই মাজারে এলাহি কান্ড ;
            জিয়ারতে ভক্ত হাজারে-হাজার ।


জিয়ারত ব্যতিত রয়েছে মাজারে
                 চোখ জুরানো-বিষ্ময় আরো !
পুকুরেতে হাজার গঁজার মাছ-এবং ;
                 সাথে জালালী পাখী-পাঁড়ো।


ওলী-আউলিয়ার এই শহরে-আছেন
                       অনেক বড় বড় ওলী !
শাহ্পরাণ(রা:) ছিলেন-ভাগীনা তাঁহার ;
                        যাই আপনাদের বলি ।


পকেট পরে রাখেন পাখা
                       খেয়ে মামার জালালী !
জালালী আমার চাই যে ফেরত ;
                      দিলেন ভাগীনাকে বলি।


ভাগীনা তাঁহার পকেট হতে
               পাখাগুলি আকাশে দেন ছুড়ি !
মামা দেখেন তাঁহার জালালী ;
                       আকাশে যায় যে উড়ি ।


ভাগীনার কেরামতে-মামা বলেন
                     তুমি যে বাবা বড় ওলী !
দয়া করে ভাগীনা তুমি ;
                  তিন মাইল দুরে যাও চলি ।


মামার কথায় সত্যি সত্যি
                   মাইল-তিন দিলেন পাড়ি !
তিন মাইল দূরে টিলার উপর ;
                 করলেন তিঁনি সহায়ী বাড়ি ।


তাঁর নাম-করণে জায়গাটির নাম
                       নামে হলো শাহ্পরাণ !
দিবা-নিশি আসেন সেথায় ;
                  হাজার-হাজার আঁশে-কান ।
        
সিলেটে রয়েছে পর্যটনের অনেক
                     মনমুগ্ধকর-সুন্দর স্হান !
ভ্রমন করতে আসুন সিলেট ;
                  তৃপ্তিতে ভরবে - মন-প্রাণ।।


         -------------//------------


            তারিখ :- ১১ ই জুন ২০১৭ !
                  রামাদ্বান :- ১৬ !
                      নিউকাসল ।