-------------------//---


চারিদিকে থৈ থৈ পানি
মুষল-ধারে অবিরাম বৃষ্টি ;
প্লাবিত , হাওর-বাওর
খাল-বিল , নদী-নালা ।


পাল-তোলা , সারি-সারি নৌকা
মাঝিদের ভাটিয়ালী গান ;
সু-মধুর কন্ঠে ভেসে আসা ,
মুয়াজিজনের আযান ।


চারিদিক নি:স্তব্দ , ধু-ধু বাতাস
হিমেল হাওয়া ;
পাখীদের কল-রবে মুখোরিত
আকাশ-বাতাস ।


কালো-মেঘে ঢাকা, সমস্ত আকাশ
প্রচন্ড বজ্রপাত , কালবৈশাখী ঝড়
বিজ্লীর-চমকানি ;
খোলা-আকাশের নীচে
বৃষ্টিতে ভেজে , হাডু-ডু খেলা ;
কি যে চমৎকার !


উঠানের আঙ্গিনায় , মাঁচার উপর
লাউ গাছে লাউ ,
কাঁঠাল গাছে কাঁঠাল ;
ঘরের মধ্যে গৃহিনীদের -
পিঠে বানানোর হিড়িক ।


মেঘলা দুপুরে , টিপ-টপ , টিপ-টপ
বৃষ্টি পড়ার শব্দ ;
টেবিলে বসে "রোমানা-আফাজের" কিংবা
"রবীন্দ্রনাথ" অথবা "নজরুল" এর
কবিতা পাঠ ,
কি যে আনন্দের !


তাইতো বলি , হে বর্ষা
ফিরে এসো বার-বার , আমাদের মাঝে ;
ধুয়ে-মুছে নিয়ে যাও ,সব-গ্লানি ,
কলুষমুক্ত  করো সমাজ ;
প্রশান্তিতে ভরিয়ে দাও -
গোটা পৃথিবী ।।


--------------


  তারিখ :- ১৭ ই ফ্রেবরুয়ারী ২০১৭ ।
             নিউকাসল ।