--------------------------//---


আমি হবো প্রভাতের সূর্য্য
রাতের চন্দ্র তাঁরা ;
                     ভূবণ ঘুরিয়া দেখিবো আমি
                              কোথায় সর্ব-হারা ।


সেথায় আত্ব নিয়োগ করিয়া
সর্ব-শক্তি প্রয়োগ করিয়া ;
                      লাগব করিবো তাদের কষ্ট
                        খুশিতে হবো আত্মহারা ।
আমি হবো প্রভাতের সূর্য্য
         রাতের চন্দ্র তাঁরা ।


আজকে আছি - বিলাসিতা নিয়ে
কালকে যে কি হবে ;
                     জবাব-দিহিতা করিতে হবে
                                  মরণেরও পরে ।


তাই , জীবন থাকিতে বাঁচিবার তরে
নিজেকে দিবো বিলীন করে ;
                  এইতো করুণা খোদার দরবারে
                           আমি আজ দিশে-হারা ।
আমি হবো প্রভাতের সূর্য্য ;
          রাতের চন্দ্র তাঁরা ।


মানুষ আমরা সৃষ্টির সেরা
আমাদের যে দায়িত্ব্য আছে ;
                      সময় থাকিতে বাকিটা জীবন
                        যেন লাগাতে পারি কাজে ।


সমাজ-সেবার ব্রত নিয়ে তাই
মনে যেন পাই-শান্তনা ;
                রাব্বুল আল্-আমিনের নিকট ,আজ
                                আমার এই প্রার্থনা ।।


      -------------/---------


তারিখ :- ৯ ই ফ্রেবরুয়ারী , ২০১৭ ।
            নিউকাসল ।