----------------//-


আমি-
প্রভাতের - সূর্য্য হবো
দুপুরের - রুদ্র হবো ;
সন্ধ্যা-আকাশের চন্দ্র হবো
মধ্য-রাতের তাঁরা হবো ,
আমি সৃষ্টির সেরা মানব হবো ।


আমি-
কালো-দীঘির জল হবো
নীল-নদের স্রোত হবো ;
মহা-সাগরের ঢেউ হবো
সমুদ্রের-ফেনা হবো ,
আমি সৃষ্টির সেরা মানব হবো ।


আমি-
আকাশের-মেঘ হবো
বাতাসের-বেগ হবো ;
আষাঢ়ের-বজ্রপাত হবো
বর্ষার মহা-প্লাবন হবো ,
আমি সৃষ্টির সেরা মানব হবো ।


আমি-
সমাজের-সেবক হবো
দু:খী-মানুষের বন্ধু হবো ;
অন্ধ-জনের আলো হবো
পথ-হারার দিশারী হবো ,
আমি সৃষ্টির সেরা মানব হবো ।


আমি -
রাক্ষু-সে হবো-
যেথায় থাকবে দানবের মতো মানব
শোষিত করবে সমাজ ;
লান্চিত করবে আমার মা-বোনদের ,
আমি তাদের গ্রাস করবো ।


আমি-
সংগ্রামী হবো-
যেখানে থাকবে অন্যায়, অত্যাচার, অবিচার
শোষিত-বন্চিত হবে, মানুষের অধিকার ;
আমার এক হাতে থাকবে অগ্নি-
আর অন্য হাতে তলোয়ার ,
আমি ভেংগেঁ করবো সব চুর-মার ।।


            ------/-----


তারিখ :- ১১ ই ফ্রেবরুয়ারী , ২০১৭ ।
         নিউকাসল ।