মা- তোমাকে আজ মনে পরে
      খুব বেশি মনে পরে ;
    দু'চোখ বয়ে অশ্রু ঝড়ে
     দু'গাল ভেসে অশ্রু পরে ,
মা- তোমাকে আজ বেশি মনে পরে ।


মা- দশ মাস দশ দিন গর্ভে ধরে
   কত না কষ্ট ধরে বুকে ;
   কত না রাত রয়েছ জেগে
         না খেয়ে , না শুয়ে ,
মা- তোমাকে আজ বেশি মনে পরে ।


জীবন বাজি রেখে মা, ভুমিষ্ট হওয়ার পরে
     সকাল-সন্ধ্যা কেটেছে মায়ের
         সন্তানের দিকে চেয়ে ।
        নিজেকে সময় দেয়নি - মা
         নেয়নি খেয়াল নিজেকে ;
      দু:খ কে নিয়েছে , সুখ ভেবে-মা
             সকল কষ্ট ভুলে ;
  মা- তোমাকে আজ বেশি মনে পরে ।


        কন্-কনে শীতের রাত্রিতে
          দেইনি ঘুমুতে মাকে ;
         ভিজিয়ে দিয়েছি জলে ।
        শুয়েছে মা ভিজে কাপড়ে
          আমাকে দেয়নি শুইতে ,
      বদলে দিয়েছে কাপড়-মা আমার
          টেনে নিয়েছে কোলে ।
     কি ভাবে থাকি ? কি করে থাকি ?
             সেই মাকে ভুলে ;
  মা- তোমাকে আজ বেশি মনে পরে ।


   বিদেশ-বিভুইয়ে জীবিকার তাগিদে
     এসেছি-মা , তোমাকে ছেড়ে ;
      কাজ কর্ম শেষে , ঘরে ফিরে
       চায়ের পেয়ালা হাতে নিয়ে ,
        চেয়ারে বসে , আন্-মনে !
      আর ভাবি, মা- হয়তো বলছে -
খোকা তুই - কবে আসবি ? কবে ছুটি ?


      আমি তো ভীষণ, ব্যস্ত - মা,
         ভীষণ - ভীষণ - ব্যস্ত ।
  তবু ভালো আছি - মা ,খুব ভালো আছি ।


    মা- এখানে মিছিল নেই , মিটিং নেই
মানুষে মানুষে হানা-হানি নেই , কাটা কাটি নেই
         হরতাল নেই , অবরোধ নেই
পুলিশের লাঠি চার্জ নেই , কাঁদানে গ্যাস নেই ।
         এখানে রাত জেগে মাকে -
       অপেক্ষা করতে হয়না - সন্তানের ।


    শুধু, তোমার আশির্বাদ চাই - মা
ভালো থেকো - মা , অনেক ভালো  থেকো ।
তোমাকে আজ , ভীষণ মনে পরে -মা ;
মা- তোমাকে আজ, খুব বেশি মনে পরে ।


            ----------------


      তারিখ :- ৪টা মার্চ ,  ২০১৭ ।
               নিউকাসল ।