সেই সেকাল হতে আজ অবধি
চলে আসছে যথারীতি দুর্গা পূজা।
অন্ধের মত শুধু তাঁরেই খোঁজা,
দূর করতে রোগ, শোক, দুঃখ,জ্বরা-ব্যাধি।
সেই সেকাল হতে আজ অবধি;
মেতে উঠে সকল রাজা ও প্রজা,
সকলেরই অন্তর আনন্দ উল্লাসে সাজা,
সকলেই সমান, থাক না যত বড় উপাধি।


কেবল প্রতিমা ভাঙার বেলায়-
জাগে অন্যরকম অনুভুতি,
জানি না সেই সে বেলায়,
চলত নাকি এমন রীতি!
সময়ের সাথে দূর্বৃত্তের হাতে এ বাংলায়,
গড়া জিনিস ভাঙ্গা চলছে যথারীতি।


তারিখঃ ১০।০৯।১৬
ঢাকা।