জাতের দোষে জাতি দোষি হয় না
হয় তার কর্মে। কর্ম ভাল হলে ধর্ম ও ভাল হয়ে যায়।
ভালোর কোন শেষ নেই। যতটা নিখুত ভাল করা যায়
ততটাই মনে দাগ কাটে।
কলঙ্কের ও দাগ কাটে মনে, সহজে ঘুচতে চায় না।
চাওয়া পাওয়ার ও কোন শেষ আছে? একটা চাইতে
না চাইতে অারেকটা এসে যায়। যাওয়া আর আসার
মধ্যেই কিন্তু সবকিছু বিদ্যমান। কিন্তু শুধু যাওয়া আর
আশা কি সব কিছু দিতে পারে?
সকলেই সব কিছু পারে না, তাই ভিন্ন ভিন্ন উপায় ও তো
আছে। থাকা না থাকার ব্যাপারটি ও ঠিক তেমন।
শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে তবে জয়।


তারিখঃ 13.08.16
ঢাকা।