আমার মনে হয়েছিল আমি একমাত্র প্রতারক- যে মানুষকে সহজে ঠকাতে পারি। কিন্তু আলোচনা সভার একটা লেখা পড়ে-আমার সম্পর্কে আমার ধারনা বদলালো যে, আমি প্রতারক নই বরং নিঃস্বার্থ মানুষকে বিনা বিচারে বন্ধু করে ফেলি আর নিজে ঠকি তারপর তাকে ভুলে যাই। কিন্তু এ জগতে আমার চাইতে ও বড় প্রতারক রয়েছে। যাদের কর্যক্রমে গা শিউরে ওঠে। দুঃখিত হই তাদের জন্যে। এটা ভাবি- আমি অনেক ভাল আছি।