দুধের শিশুটি দিচ্ছে দুধ
আরেকটি শিশুর মুখে,
দুচোখ ভরে নামছে জল
কোন না বলা দুখে।


কার কোলেতে মাথা রেখেছে
কোন আদরের পুতুল,
এ কোন ব্যাধি বাসর বেধেছে
না কি কেবল ভুল?


পুতুল নিয়ে খেলার বয়স
এইটুকুনি শিশুর,
সে সব ভুলে শিশু আজি
করছে যাপন বাসর।


কার গলাতে ফুলের মালা
কে দিয়েছে তুলে
বরবধূ সেই খেলা আজি
সত্যি হল ছলে।


এমনি করে হাজার
শিশু হচ্ছে বলিদান
কেউ ভুগছে অসুখ-বিসুখে
কেউ দিচ্ছে প্রাণ।


এই সমাজে হাজার মানুষ
আছেন জ্ঞানীগুণি
বালিকা বধূর দুঃখ কষ্ট
কেউ কেন না শুনি?


এ যে বড় করুন কথা
হচ্ছি অপরাধী,
আইন আছে তবু কেন
অপরাধীকে নিচ্ছ নাকো বাধি?


অকালেতে না ঝরিয়ে
ফুটাও নতুন ফুল,
যখন, বাগান ভরে সুবাস দিবে
তখন ভাঙবে সবার ভুল।


তারিখঃ04.05.17
ঢাকা।