এ আমার শত বর্ষের পুরোনো ব্যর্থতা
আজো আমি ভালবাসতে জানিনা,
কি করে ভালো বাসতে হয়, জানি না।
এ আমার বহুকাল আগের বেদনা
ভালবাসা পাই, কাছে কাছেই পাই,
ভালবাসার হাতে হাত রেখে হেঁটে যাই তবু-
ভালো আর বাসতে পারিনা, হয়না আমার
ভালবাসা-
কত চেষ্টা করেছি, কত কষ্ট করেছি-
এইবার ভাল করে ভালবাসবই...।
তবু সেই পুরোনো ব্যর্থতা সামনে এসে দাঁড়ায়,
আমি আর ভালবাসতে পারি না।
কি জানি কখনো পারব কি না- তাকে...
তোমাদের মত করে ভালবাসতে।
কি মনে হয় জানো আমার?
মনে হয় ভালবাসতে না পারাটা আমার
একটা অভ্যেস-মানে অভ্যেস হয়েগেছে,
বুঝিনি অনেক আগে থেকেই হয়েছে
ভালবাসা পেয়েছি, অনেক কাছে কাছে পেয়েছি,
ঠোঁটের স্পর্শ ও,
ছোঁয়া পেয়েছি ওর নরম ওখানের,
তবু- ও..ই বলেছিল-তুমি ভালবাসতে পারনা
আমি পুরোনো অভ্যেসের মতই
মেনে নিয়েছিলাম-
ভালবাসতে পারি না আমি, হয় না আমার
ভালবাসা।


তারিখঃ ০৮।১১।১৬
ঢাকা।