বিশ্ব ভূবনে তোমার চরণে
ধূলিকণা হয়ে ওঠে স্বর্ণময়ী
ধনের দেবী লক্ষ্মী তুমি মৃন্ময়ী
অনটন দূর করো মা আমার পূজা গ্রহণে
শত পূষ্পার্ঘ্য ঢালি মাগো তোমার চরনে
বাহ্যিক ধনে ধণি হব না আমি
অন্তর ধন দাও মোরে এই প্রণমি
কৃপনের ধন যেন না ধরি মনে।


অফুরান ধন মাগো আছে তব নয়নে
যেদিকে তাকাও তুমি দীন হীন অভিমানী
অন্তরে সুখ পায় শয়নে স্বপনে
দারিদ্রতা দূরে যায় আপনা আপনি
দিওনা বিষাদ মাগো এ ক্ষুদ্র মনে
প্রণাম তোমারে মাগো ধণ দেবী মানি।


তারিখঃ ১৪/০৯/১৬
ঢাকা।