জান, এই জড়িত শব্দটা
আতঙ্কিত করে তোলে আমাকে।
শব্দটাকে বড় টেররিষ্ট টাইপের লাগে।
যেমন ধর প্যারিসের ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে
বা খুনের সাথে জড়িতদের ফাঁসির রায় হয়েছে।
বল, কি ভয়ঙ্কর ব্যাপার না?
তুমি জড়িত শব্দটি আর আমাকে ব্যবহার করো না।
ওতে এলার্জিটা একটু বেশি কাজ করে আমার।
সন্দেহ করছ আমাকে!! আমার দূর্বলতা কোথায়?
সন্দেহ করো তবে সন্দেহভাজন যেন করো না।
সন্দেহভাজনদের অনেক কিছু ঘটেছে এ জগতে।
বিশেষ করে অদ্ভুত জলবায়ুর এ দেশে-
কোন দিক দিয়ে যে কোন আবহাওয়া প্রবাহিত
হয়, কে তা জানে!!


তারিখঃ ১৭।১১।১৫
ঢাকা।