শরতের প্রথম চাঁদ আমাকে বিমোহিত করেছিল। লেকের উপর সাঁকোতে দাড়িয়ে আমি শরতের চাঁদ দেখছিলাম। বড় ভালই লাগছিল। আকাশের চাঁদ শরতের নিবিড় বাতাসে ঝরে লেকের জলে পড়ে ভেঙে ভেঙে আরো ক্ষুদ্র হয়ে আমাকে চমতকৃত করছিল। ভাঙা চাঁদ গুলো ভাসতে ভাসতে সাঁকোর নিচে এসে কোথায় যেন  মিলিয়ে যাচ্ছিল। অমার হৃদয়ে। যেখানে তুমি আছ, তার পাশ দিয়ে ভাঙা চাঁদগুলো ভেসে যাচ্ছিল। তুমি চাঁদগুলোকে ছুয়ে দেখনি, তাই আমার হৃদয় মেঘের আড়ালে ঘোলাটে চাঁদের মত হয়ে যাচ্ছিল। সেদিন যদি তুমি চাঁদ দেখতে লেকে আসতে, তবে বুঝতে লেকের উপর দাড়িয়ে চাঁদ দেখতে কেমন লাগে। কি সুখ আছে চাঁদের মাঝে।