পূণ্য মিলনী বা পূর্ণঃ দেখা
যাই হোক না কেন
দুই বন্ধু বহু বছর পর দেখা।
তবে নেই তো উত্তাপ, নেই কোন উচ্ছাস
শুধু চুপ করে বসে থাকা।
নীরবতা ভেঙে গেল হটাৎ
আচমকা প্রশ্নে।
কেমন আছিস, কেমন চলছে দিনকাল,
উত্তর দিলো নীরুপমা
বলতে পারিস সবটুকুই কি ভূল ছিল ?
বুঝেও না বোঝার ভান করলাম।
অখিলেশের সাথে সম্পর্কটা ভেঙ্গেই গেল
খুব ভালোবেসে বিয়ে করেছিলে তুমি
সমাজ স্ঃসার সব কিছু ভুলে
আজ তবে কেন এই বিচ্ছেদ।
দীর্ঘশ্বাস​ আর দীর্ঘ বিরতির পর
উত্তর দিলো নীরুপমা।
আমাদের বণধুত নষ্ট হলো প্রেমে।
প্রেম নষ্ট হলো বিয়েতে।
বিয়েটা ভেঙে গেল আসলে অনাস্হায়।
আসলে আমাদের সবটুকুই ছিল ভূল।
আমি বললাম সবই ভুল নীরুপমা
জোছনা ভালো লাগে তারা ভালো লাগে
অসীম আকাশ বাতাস সবই ভালো লাগে
আমরা কি তাকে ঘরে তুলে নেই।
ভালোলাগা​ আর ভালোবাসা​
নেই কি কোন তফাৎ ?
আবার ও বললো ভূল, ভুল
সবটুকুই ছিল আমার ভূল।
আমি বললাম, না সবটুকুই ভুল নয়
ঘুরতে  ঘুরতে ক্লান্ত পথিক  
পথের তাতে কি আসে যায় ।
পথ হারিয়ে  ফেলে পথিক  
পথ কিনতু  ঠিকই  রয় ।
মানুষ  আমরা ভাবি অনেক  
ভাবনা সব ভুল নয় ।
ভুল  পথে  হাঁটার জন্য
পথের  শুধু দোষ  হয় ।