তোমাকে বেসেছি ভালো  
বলেছিল বহু দিন আগে।
মনে পড়ে সেদিনের কথা।
না পরিলে বেশ
চুপ করে থাকা ভালো
প্রতিষ্ঠা আর প্রতিক্ষা ।


দুটোই ছিল তার
অভিমানী মেয়ে
বোঝনি না কি বুঝতে চাওনি
আজ জাগে প্রশ্ন তার মনে
বড় বাবু বড় ডাক্তার
বিলেত ফেরা বাবু
খাটো করার সাধ্য কার।
অভিমানী মেয়ে তাই
দিয়ে ছিল বর
সুখে থেকো সুখী হও।
হ্যাঁ মনে পড়ে সেদিনের পর
হঠাৎ দেখায় মনে পড়ে যায়
রাতের নিস্তব্ধতা।
বূথা মেলা বূথা খেলা বূথা চরাচর
হেরে যাওয়ায় সুখী হওয়া
মেনে নিতে হবে।
অভিমানী মেয়ে
খুব সুখে আছে জেনো
অভিশাপ নিয়ে।