মূল্যহীনের  মূল্য চুকিয়ে  দেবে
এমন  সাধ্য  কার ।
মেয়ে  বলে জন্ম  যে  তার
ধরায়  মূল্য কি ?
জন্ম থেকেই  শুনে আসছে
মেনে  নিতে হয় ।
মেনে নিলাম,  মানিয়ে  নিলাম
দিন  করলাম  পার ।
ওপারেতে  ডাক  পর্যন্ত
মানিয়ে  নিয়েই যাব ।
  প্রশ্ন  টুকু রয়েই গেল ।
মূল্য  নয়,  দাম কি ফেরত পাব ?


বহুদিনের প্রশ্ন  আমার ?
হীরা ভীষন  দামী।


হীরার  ফুল  সত্য  নয়
হীরা কিন্তু  দামী।
সত্য, শুভ্র  শিউলি ফুলের
গন্ধ ভীষন  ভারী
তবুও  আমি ফুল  হবো না
যদি  জন্ম  নেই ,
কথা দিলাম  হীরা হবো
দাম  নয় তো মূল্য  পাবো ।