অভাবী মানুষ দেখো, তারা প্রয়োজনের বেশি নেয় না।
যতটুকু খাদ্য, যতটুকু নিরাপত্তা ততোটাই বেছে নেয়।
জীবনের জন্যে সুখটুকু তারা সহজেই খুঁজে পায়।
আবেগ না চেপে কান্নায় ভেঙে পড়ে।
আর আমরা যারা অতি সাধারণ
পাখির​ ডাকে হয়  দিনের শুরু
ছুটে চলা শুধু ভালো থাকার প্রয়াস নিরন্তর,
আজকের নয়, আগামীর জন্য তুলে রাখা


ছোট আশা, ছোট আশ্রয়, শান্তির ঘুম
আর নিরাপদ জীবনের প্রত্যাশা।
আমরা মধ্যবিত্ত, সমাজের জঞ্জাল
না ফেলে দেয়া যায়, না ধারণ করা যায়।


অসাধারণ যারা, তারাই নমস্য, তুলনাহীন
অর্থ, বিত্ত, সম্মানে আকাশ ছোঁয়া।
জীবনের জন্যে যতটুকু সম্ভব
রেখে দেয় তারা অনায়াসে,
বাড়ী, গাড়ী, ধন দৌলত ভুরি ভুরি
তবুও আশঁ নাহি মেটে।
খুব জানতে ইচ্ছে করে?  
আরো চাই, আরও চাই বটে,
এপারের হিসাব নিকাশ​ হলো
ওপারেতে ডাক পড়বে যখন
কি নিয়ে যাবে সাথে?
তিন শ্রেণীর জন্য আলাদা জায়গা কি?