পূথিবী তোমার বয়স কত?
না, না, না,
যা বলছ তার থেকেও বোধ করি বেশি।
বয়সের ভারে নূব্জ তুমি মনে পড়ে না।
সবটুকু তোমার
সহস্রাব্দ​ থেকে সহস্রাব্দ পেরিয়ে
বুড়ো খোকা তুমি,
ক্লান্ত শ্রান্ত বিষ্মিত এক বালক।
তবুও তোমায় ক‌রি‌গো প্রণ‌তি
অা‌জি‌কের দি‌নে নবব‌র্ষে, নবজাগর‌ণে।
মহাবীর তু‌মি, যোদ্ধা তু‌মি
অাপন সৃ‌ষ্টি‌তে তু‌মি ক‌রেছ লয়, অাপন খেলায়
‌মি‌শ্রিত তব সৃ‌ষ্টি। প্রকৃ‌তি-নারী, অকৃ‌ত্রিম পুরূষ
‌শ্রেয়‌কে ক‌রেছ দূর্মূল্য
সাধারণ‌কে ক‌রেছ অসামান্য
‌নির্দয়তার ভি‌ত্তি‌তে পৃ‌থিবী অাজ ক‌থিত সভ্যতাম‌ন্ডিত
অ‌া‌দি‌কে ক‌রেছ অস্বীকার
অথচ সে ছিল অকৃপণ, অস্ত্রহীন, নিদারূণ ভা‌লোবাসা
শ্যামল-সবুজ ভূ‌মি অামার
‌শিল্প-প্রযু‌ক্তি সমৃদ্ধ শো‌ভিত ধারা
‌বিজলী অা‌লোয় শো‌ভিত পথ পাগল পারা
‌জ্যোৎস্না অাজ বিলীন, চাঁদ তারা ভিখা‌রিনী
অাপন সৃ‌ষ্টি‌কে ক‌রেছ ছারখার
মা‌টি-পা‌নি-বায়ু দূষ‌ণে-ধুষ‌ণে হাহাকার
তবুও তু‌মি কি নির্মম! ধ্যানমগ্ন না‌কি খেলায় মত্ত শিশু
ছু‌টি লও, ছু‌টি দাও
ক‌রো হে ক্ষমা
ক‌রি‌গো প্রণ‌তি, অা‌জিকার দি‌নে ল‌হো হে মিন‌তি অামার।