কচুরিপানা আমি দলছুট
ঢেউয়ের থাপ্পড় সপাটে,
তোমার ঠোঁট বেঁকে যায় ঝোড়ো হাওয়া
না তুই ঘরের না ঘাটের ( না তু ঘরকা না ঘাটকা)
প্রায়শ্চিত্ত চাই।
কানধরে ওঠ-বস্
ডুবিয়ে ভাসিয়ে নাকানিচোবানির একশেষ।


পাড়ের ঘরের ছাদ নেই
চালচুলোর বালাই নেই।
আলোর শিশু-যুবক-বুড়ো
বালি দাপায়।
হৃদয় আমার থেঁতলে দিলে!


ঠোঁট ও শরীর শুকিয়ে গেলে,
মরন যখন দোরগোড়ায়,...


দাঁড়াও দাঁড়াও


এই এইতো
ঠিক পেয়েছি
বাঁচার মন্ত্র মাটির নিচে শিকড় গুঁজে।


আজকে সকাল
আলোর শিশু খেলতে এলে
সবুজ পাতা বাড়িয়ে দিলাম।।