দুনিয়ার মোহ লোভ পাপ তাপে
হৃদয় হয়েছে পাথর
রোজার ভারে ভেঙে চুরে মোর
খাঁটি করো অন্তর।
সওমের তাপে পুড়ে করো ছাই
পাপ তাপ যত মোর
প্রিয় নবীজীর নামের দোহাই
দান করো শবে ক্বদর।
তোমার দোয়ারে হাজির হয়েছি
ক্বদরের এই রাতে
ক্ষমা করে দাও যত গুনাহ মোর
সিয়ামের অজুহাতে।
মহিমান্বিত এই রজনী আমারে
দান করো দয়াময়
আমি নচ্ছার ও পাপী অপরাধী
তুমি তো করুনাময়।
হয়তোবা আমি পাবো না সময়
চাইতে হাজার রাতি
এই রাতে মোর আঁধার জীবনে
জ্বালো মহিমার বাতি।
বারবার তুমি দয়া করো জানি
ওগো প্রিয় গাফফার
এই রজনী মোরে নসিব করো
চাই না লাখো হাজার।
দুয়ারে তোমার করছি আরতি
দোহাই তোমার নামে
তব মহিমার আলোতে ভাসাও
এই জীবনের দামে।
*****


রচনা কালঃ ১ এপ্রিল ২০২৪