জগৎপতি এই ভিখারী ডাকছি তোমায় রাত্রি দিন
শেষ বিচারের কঠিন দিনে তুমি আমায় দিও জামিন।
  
তোমার নামে এ জগতে ডাকিতে শুনেছি দ্বীনের পথে
ডাক শুনিয়া সপেছি নিজেরে তোমাতে হয়েছি বিলীন
জগৎপতি এই ভিখারী ডাকছি তোমায় রাত্রি দিন।


তুমি যদি না দেখো মোরে কে তরাবে এ মহা গোরে
তুমি আমার করুনানিধি কে আছে আর তুমি বিহীন
জগৎপতি এই ভিখারী ডাকছি তোমায় রাত্রি দিন।


এই সংসারের মহা নিদান তুমি ছাড়া সবই শ্বশান
তোমার শীতল ছায়াতলে আমায় তুমি করো নিলীন
জগৎপতি এই ভিখারী ডাকছি তোমায় রাত্রি দিন।


শেষ বিচারের কঠিন দিনে তুমি আমায় দিও জামিন।
জগৎপতি এই ভিখারী ডাকছি তোমায় রাত্রি দিন।
*****
                 রচনাকালঃ ৭ সেপ্টেম্বর ২০১৫