বড় আহলাদে গড়েছ মানব করে তব প্রতিনিধি
সাধ্য দিয়াছ সাহস দিয়াছ গড়িতে নিজের বিধি
আমরা থাকিবো ধর্মেকর্মে ছিলো তব অভিপ্রায়
মিথ্যা মোহে এ আদেশ মোরা রাখিয়াছি হেলায়


সকল জাতিতে দূত পাঠাইয়া দিয়াছ অমর বানী
ধর্মের মাঝে নাহি থাকে যেন গ্লানিকর হানাহানি
আমরা আজিকে স্বার্থের টানে ভুলিয়াছি নিজ ভাই
দুনিয়ার মোহে অচেতন মোরা ঐক্য কোথাও নাই


তোমার জগতে কেবা মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু
রহমত তব দানিতে কারেও জিজ্ঞাসোনি এক বিন্দু
আমরা আজিকে জাতপাত লয়ে বিদ্বেষে অবিরত
নানামত পথে তোমার দ্বীনকে ভাগ করিয়াছি শত

তোমারে ভুলিয়া তোমারি নামে দ্বিনকে করছি নাশ
ক্ষমতার লোভে হিংশা ও দ্বেষ হানাহানি বারো মাস
জগতের মাঝে ধর্মের নামে নিজ ভাই করে খুন
কংসের হাসি হাসিয়া আমরা বাজাই সুখের ধুন


চেয়েছো যেমন হতে পারিনি মোরা অতি অসহায়
মোদেরে তোমার অনুগত কর তুমি হে করুণাময়
তুমি ত্রাণকারী, তুমি ক্ষমাকারী, তুমি চির অক্ষয়
তুমি রহমান পাপী বান্দারে ক্ষমা করো দয়াময়


*****


রচনাকালঃ ২৭ আগস্ট ২০১৫