এক আকাশের সাতটি তারা আমরা ভাইবোন
সকলের তরে সকলে আমরা এক প্রাণ এক মন
বলছি আমি সবার কথা যাকে যেমন পাই
সত্যি বলছি আমার কথায় বাড়তি কিছু নাই
  
আসমান সম হৃদয় তাহার যেন সকলের পিতা
আমাদের ছেড়ে ভাবেনি কখনো নিজের সুখের কথা
হাসি-খুশি সদা রসের ফুয়ারা সকলের আপনজন
সহেনা যে তার রাজভোগ কভূ ভুখা রেখে পরিজন


ঘরে ও বাহিরে সদা দানশীল যেন সে হাতেম তাঈ
তাহারই মতন দরদী এমন কোথা গেলে বল পাই
সবাই তারে ডাকি মোরা দিদি আসলে মায়ের মতো
তাহারই সাথে ভাগাভাগি করি সুখদুঃখ আছে যত


পরহিতৈষি ভাইটি আমার সকলের প্রিয় মুখ
খেলাধুলা আর রাজনীতিতেই তাহার সকল সুখ
চেনা অচেনা যেকারো বিপদে তাহারে দেখি পাশে
সংসারে তার থোরাই পরওয়া নিজসুখ নাহি আশে


সহজ সরল বোনটি আমার নাই কারো সাতেপাঁচে
ঝুট ঝামেলা এড়ানো গেলেই যেন সে প্রাণে বাঁচে
চাওয়া ও পাওয়ার হিসেব কষেনি স্বল্পেই সদা সুখ
হাস্য বদনে নেইকো কখনো কারো প্রতি অনুযোগ

যখন যেখানেই শোভ সমাবেস তিনিই মধ্যমনি
আদরে শাসনে তাহার কাছে চিরদিনই আমি ঋণি
আর্তের সেবায় অতুলনীয় ভাইটি চির সবুজ
স্বপ্নবিলাসি বন্ধুবতসল সুর সাধনায় অবুঝ


কবি গুরুর শ্যামা মেয়ে বোনটি আমার জান
মিশুক সুবোধ মিষ্টি ভিষণ ধৈর্য্য অফুরাণ
বিদ্যানুরাগী শান্তি প্রিয় আমাদের সরস্বতী
সবকিছু ছেড়ে শিক্ষার মাঝে খুঁজে জীবনের গতি


নিজের কথা কি আর বলবো খেয়েছি সবার নুন
সকলের মাঝে নিজেকে খুঁজে গাহি সকলের গুণ
সাম্য মৈত্রি বন্ধনে পাই শত জনমের সুখ
সকলের হাসি সকলের সুখে ভরে উঠে এই বুক


চিরদিন রেখো একই ডোরে বেঁধে হে প্রভূ দয়াময়
আমাদের এই বন্ধনে যেন কভু নাহি আসে ক্ষয়।


*****


রচনাকালঃ ১১ মে ২০১৫