ও পাখি তুই দেইখা যানা কি সুখে তোর মন
তুষের আগুন জ্বলছে আমার অন্তরে ভীষণ
ও পাখি তুই দেইখা যানা কি সুখে তোর মন।


তোর পিড়িতে গইড়াছিলাম কত সাধের ঘর
ভাইঙা দিল সে ঘর আমার অচেনা এক ঝড়
আমি এখন কেমনে থাকি তাতে কারো যায় আসে কি
অধিকারের নামে তাদের এইটা কেমন আচরণ
ও পাখি তুই দেইখা যানা কি সুখে তোর মন


পুতুলের ঘর গইড়া দিল আমায় কারিগর
সুখের আশায় দিনে দিনে ঘর হইছে নড়বর
আসেনা কেউ নিতে আমার সুখের খবর
কেমন কইরা চলে এখন আমার খেলাঘর
এইটা কেমন অধিকার কাইড়া নিলো সব আমার
এখন আমার দিন কাটেনা কেমনে রাখি এ জীবন
ও পাখি তুই দেইখা যানা কি সুখে তোর মন


বেলা শেষের ক্ষনে তোরে ডাকবনাতো আর
হারাইয়াছি আগেই তোরে ডাকার অধিকার
শোনবেনা যে কেউ আমার মনে কিযে হাহাকার
তুই ছাড়া কে বুঝতে পারে আমার মনের এ বেদন
ও পাখি তুই দেইখা যানা কি সুখে তোর মন


আমার লাশের পাশে কাঁদে কত আপনজন
আইলিনা তুই দেখতে আমায় আইল কতজন
সেদিন আমি থাকবোনা কারো কথা রাখবোনা
চিরতরে চইলা যাবো ছাইরা সকল আপনজন
ও পাখি তুই দেইখা যানা কি সুখে তোর মন
তুষের আগুন জ্বলছে আমার অন্তরে ভীষণ
ও পাখি তুই দেইখা যানা কি সুখে তোর মন


*****


রচনাকালঃ ১৫ মার্চ ২০১৫