আজি দুঃখের সাগরে ডুবে
ভুলে গেছি আমি
দুঃখ কাকে বলে।
তাই দুঃখের সাথেই
হেসে খেলে এই
অধমের দিন চলে।


একদিন ছিলো তুমি আমি মিলে
কাটিতো সময় শুধু হেসেখেলে
এই বুকে রেখে শির।
বুনিতাম কত স্বপ্ন দুজনে
গোপন বাসরে আদরে যতনে
গড়িতাম সুখনীড়।


হাতে হাত রেখে শিক্ত নয়নে
বলেছিলে তুমি ‘থাকিব কেমনে
তুমি চলে গেলে দূরে’,
বলেছি তোমায় এই বুকে রাখি
‘দুঃখ করোনা যেখানেই থাকি
আবার আসিব ফিরে’।


কোথা হতে এক ঝড় বয়ে এলো
আশা ভালোবাসা হলো এলোমেলো
উড়ে গেলো সব স্বপ্ন।
দিশাহীন হয়ে নীড় হারা পাখি
অচেতন মনে ঝরে দুটি আঁখি
যতনে গড়া সুখনীড় আজ ভগ্ন।
  
অভিযোগ ভরা পত্র লিখিয়া
জানিতে চেয়েছ তোমাকে ভুলিয়া
আছি আমি কত সুখে।
কি করে বলিব তোমাকে খুলিয়া
অন্তর মোর যাচ্ছে জ্বলিয়া
সব হারানোর শোকে।
****

রচনাকালঃ ১৫ জানুয়ারী ২০০১