মা'য়ের মতো এ জগতে কেবা আছে আর
মা’গো তুমি মহান খোদার শ্রেষ্ঠ উপহার।
নবী, রাসুল, গাউস, কুতুব মহান যত জন
এই মায়েরই গর্ভে সবার গড়ন ও যতন।
মরণ সম প্রসব জ্বালা পাহাড় সমান দুখ
বরণ করে হাসি মুখে দেখলে বাছার মুখ।
যদিও বহাই দুধের নহর সিন্ধু পরিমান!  
এক বিন্দু মা'য়ের দুধের হয়কি প্রতিদান?
এ জগতে যত আছে আহার বাহার গয়না
ভুখা রেখে সন্তানেরে মা'য়ের কিছুই সয়না।
সুযোগ পেলে মা'য়ের সেবা করিও হে জ্ঞ্বানী
মা-জননীর সেবা করে বেহেশত নিও কিনি।
                   *****


রচনাকালঃ ৫ আগষ্ট ২০১৭