মনের যত স্বপ্ন আছে বিনি সুতায় বুনে
পৌঁছে দিও সযত্নে হৃদয় কোণে কোণে
সকল স্বপ্ন এক জীবনে পূর্ণ হবার নয়
তবুও মোরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে হয়


স্বপ্ন দেখেছিল বলেই মানুষ গেছে চাঁদে
চরকাবুড়ির গল্পটা ও অলস বসে কাঁদে
স্বপ্ন দেখেছিল বলেই এক দুই তিন চার
হিসাব নিকাশ অঙ্ক কষি শতক হাজার


স্বপ্ন দেখেছিল বলেই সাগর দিয়ে পারি
খুঁজে পেল মহাদেশ সুখের বাড়ি গাড়ি
স্বপ্ন দেখেছিল বলেই আঁধার গেছে বনে
রাত্রিটাও পাল্লা দিয়ে চলছে দিনের সনে


স্বপ্ন দেখেছিল বলেই প্রাণ আসে ফিরে
হায়াত থাকিতে যখন ব্যামো ধরে ঘিরে
স্বপ্ন দেখেছিল বলেই পেয়েছি এই বেশ
বিশ্ব মানচিত্রে আজ স্বাধীন বাংলাদেশ


আজকে যে স্বপ্ন তুমি যাচ্ছ করে বপন
একদিন তা ফুলে ফলে রাঙাবেই ভুবন
চলো সবাই স্বপ্ন দেখি স্বপ্নের করি চাষ
স্বপ্ন সুখে ভেসে সবে কাটাই বারো মাস


দুনিয়াতে স্বপ্নগুলো অনেক বেশি দামি
চলো সবাই স্বপ্ন দেখি রাঙাতে আগামী
স্বপ্ন দেখার ফল বলে হবে না তো শেষ
স্বপ্ন দেখেই উড়িয়ে দিব দুঃখ কষ্ট ক্লেশ
*****


রচনা কালঃ ৬ এপ্রিল ২০২৪