তোমার আকাশ নীলা শাড়ির ভাঁজে
লুকানো ওই সৌন্দর্য দেখতে আমি
তোমাকে ভালোবাসিনি।
না তোমার ওই যৌবনদীপ্ত ছিপছিপে
শরীর দেখে, না তোমার নরম বুকের
আলতো পরশ নিতে।


তোমার মায়াময় দুটি চোখে হারাতে
চেয়েছিলাম, তোমার বুকের ভেতরে
লুকাতে চেয়েছিলাম।
ব্লাউজের হুক খুলে নরম পরশ খুব
সহজেই নেওয়া যায়! আমি তোমার
হৃদয় ছুঁতে চেয়েছিলাম।


একবার তুমি জানতে চেয়েছিলে কি
আমার জীবনের সর্বোচ্চ ভয় ও স্বপ্ন,
আমি নির্ভয়ে বলেছিলাম।
তুমি উজাড় করে আমাকে সব কিছু
দিয়ে কাছে টানলে! যেখানে ছিল না
তোমার নির্মল ভালোবাসা।


তুমি চেয়েছিলে জৈবিক ও আর্থিক
আকাঙ্ক্ষা মেটাতে, যার কোনটারই
ক্ষুধা আমার ছিল না।
তুমি আঘাত করলে আমার সর্বোচ্চ
ভয়টাতে, ধুলিস্যাৎ করে দিলে সমস্ত
অর্জন আর স্বপ্নকে।


পূর্ণ করে নিলে তুমি তোমার চাওয়া
কড়ায় গন্ডায়। কিন্তু আমি! হারালাম
আমার আজন্ম লালিত স্বপ্ন।
তুমি ফিরে গেলে ঠিকই আপনালয়ে,
ধ্বংসস্তূপে পরে রইলো জীবনের সব
অর্জন আর ব্যর্থ স্বপ্নগুলো।
*****


রচনা কালঃ ৮ মার্চ ২০২৪