বিধাতা তোমার নিপুণ খেলা
বুঝিবে সাধ্য কার
দুর্বলে উড়ায় বিজয় পতাকা
সবলের হাহাকার।
শত বিশারদ তব মুজেজায়
ঘুরে যেন অমানিশা
চোখের সামনে শিকার তবুও
পায় না খুঁজে দিশা।
মৃত কেও তুমি জীবিত করো
রাত্রিকে করো দিন
অপরূপ সব ভাবনা তোমার
খাইরুল মাকিরীন।


যে মুখে ছিল মৃত্যুর আদেশ
তার কোলে আশ্রয়
তারই আদরে ভরণপোষণে
জীবনের করো জয়।
দুনিয়া যেখানে হারায় দিশা
সেখানেই তুমি সেরা
অচিন উৎসে তোমার শক্তি
শত রহস্যে ঘেরা।
ক্ষমতার মোহে কত দাম্ভিক
বাজায় ভয়ের বীণ
শেষটা তব নকশায় আঁকা
খাইরুল মাকিরীন।


মিথ্যা দম্ভে ধ্বংসের উপমা
ফেরাউন নমরুদ
দম্ভ শুধুই তোমারেই সাজে
গাই তব তাশাহুদ।
কুন বলে সব করতে পারো
ওগো সর্বশক্তিমান
তোমার ছায়া দাও আমারে
হে প্রিয় মেহেরবান‌।
সুখ-দুঃখ ও জয় পরাজয়
তোমারি আজ্ঞাধীন
সকল শ্রেষ্ঠ ভাবনা তোমার
খাইরুল মাকিরীন।
*****


রচনা কালঃ ৩০ মার্চ ২০২৪