তোমার সঙ্গে আমার,
অলিখিত এক মুচলেকা আছে
অবৈধ ভালোবাসার।


সেই তমসুক জুড়ে,
হিসেবী মেঘেরা আলসে, শুধু
প্রমাদী স্বপ্ন ওড়ে।


স্বপ্নের ডানা নীল,
পাওয়া না পাওয়ার বেদনাকে খোঁজে
দুই হৃদয়ের মিল।


বেদনা পাবনে শুচি,
সামাজিক সুখে নিয়ত বিরাগ
অভিমানে অভিরুচি।


অভিমান জুড়ে জেদ,
বলবো না কেন কোন অনাদরে
আমাদের মনে খেদ।


নাই-বা জানলো কেউ,
দেখুক সুধীর জলের পৃষ্ঠ
অদেখা থাকুক ঢেউ।


ঢেউগুলো থাক চোরা,
আপসে ফেণায় ভিজুক মর্ত
তুমি আমি থাকি কোরা।


সভ্য থাকুক সব,
আমরা তো সেই কবেই ডোকরা
সামাজিক পরাভব।


কাগুজে নথিই থাকুক,
প্রেম পরিলেখে কালি লেপে সব
নিয়মের গ্রাফ আঁকুক।


আমরাও মেনে বাঁচি,
নথি স্বাক্ষরে শরীর জানাক
আমরাও বেঁচে আছি।


যে যা চায় দিলাম,
রতি রমন আর যত্ন আত্তি
কবেই করেছি নিলাম।


মন হয়ে থাক মূক,
লুকিয়ে বাঁচুক অভিমানী সেই
অবৈধ তমসুক।