ঘুম আসে, তবু জেগে থাকি
মন বলে, তোর ঘটনা কি ?
আমি বলি, থাক ঘুমিয়ে তুই
জেগে জেগে আমি স্বপ্ন ছুঁই।


স্বপ্ন আমার, খেয়াল দাস
তুই কি কাজে নাক গলাস ?
যারে ভেবে আজ জাগছি রাত
তার কাছে তুই কিস্তিমাত।


মন হাসে, বলে করলি পর
আমি তো তোরই, জীবনভর !
মন বিনে তুই মাংস হাড়
রূপ কায়া জাঁক গুমর ছাড়।


আমি বলি মন, তুই কোথায় ?
কে পায় দেখা কে হারায় ?
দেউলিয়া তুই সেই কবে
ভাব নিয়ে আর কি হবে ?


মন বলে, শোন বেকুব মূঢ়
তুই মুড়ি আমি খেজুর গুড়।
মিললে দুজন মোয়ার স্বাদ
মন বিনে তোর স্বপ্ন বাদ।


মন বিনে তুই প্রেমের শব
ভগ্নাংশের শূন্য লব।
তোর স্বপ্নে আমিই রই,
দেউলিয়া তুই, আমি নই।


আমি হাসি, বলি মন পোড়া
দর্পটা তোর মনগড়া।
তার মনটা আমার আজ
সেই সুখে হই স্বপ্নবাজ।


তোর কাছে আজ নেই আমি
তার মন আমার পাগলামি।
লুপ্ত যে তুই সেই তোড়ে
কি আর হবে ঢং করে ?


মন বলে ধ্যাত, মূর্খ ভাঁড়
প্রেমের বাতুল ভাবনা ছাড়।
তার মন-ঋণে সুদের তাপ,
চাইলে ফেরত বুঝবি ভাপ।


তখন আমায় খুঁজবি তুই
থাকবে সূতো পাবি না সূঁই।
আসবে না ঘুম রোজ রাতে
হয় তো জাগবো তোর সাথে।