প্রচলিত প্রেমে নেই কোনো ভুল
মনে হয় সবই ঠিক,
তবুও কোন সে শূন্যতাবোধে
এলোমেলো চারদিক !


সামাজিক প্রেমে আবেশিত আছি
রোদ ছায়া ক্ষণ গুনে,
তবু কেন সব অস্হির লাগে
বৃষ্টির গান শুনে ?


নিরূপিত প্রেমে নন্দিত থাকি
মোহ মায়া খেলা নিয়ে,
তবু বাঁচি পুষে কলঙ্ক লোভ
বেহায়া শরাব পিয়ে।


ব্যাপৃত প্রেমে প্রদীপ্ত বেশে
কেটে যায় রাতদিন,
তবু কেন রোজ ভোর সন্ধ্যায়
অনুভূতি আলোহীন ?


অনুগত প্রেমে অনুসারী মনে
নিয়মের ভারী দেয়াল,
তবুও যে কোন অজানা বৃত্তে
বন্দী উড়াল খেয়াল !


দ্বিধাহীন প্রেম পরবাসী আজ
বাকি সব প্রেম আছে,
নেই আসক্তি কিছুতেই, শুধু
দ্বিধা নিয়ে প্রেম বাঁচে।