দুঃখগুলো তোমারও হলো না,
আমারও হলো না।


স্বপ্নহারে কাঁটা হয়ে
সহস্র নির্ঘুম রজনীর সাথে মিতালী সুখে
নিরাশার ফুল হলো ওরা ...
ওদেরই বা দোষ কি ?
তুমিও আমার হলে না,
আমিও তোমার হলাম না।


সুখগুলোও তোমার হলো না,
আমার হলো না।


অন্য কারও তুষ্টি পুষে
তোমার আমার হিংসে ধরা পাশের নিদ্রায়
নরম বালিশ হলো ওরা ...
ওদেরই বা দোষ কি ?
তুমিও কারও হলে না,
আমিও কারও হলাম না।


আকাশটাও কারও হলো না,
পর হওয়া সুখদুঃখের নিরাকার আক্ষেপে
গুমোট বেদনার কৃষ্ণমেঘে ঢাকলো রোদ,
অথবা কখনও বিমূর্ত অভিমানে
জোছনার চাদরে ঢাললো অমাবশ্যার রঙ ...
ওরই বা দোষ কি ?
তুমি আমি কেউই তো
কারও আকাশ হলাম না।