চাইছে কি কেউ রামধনুকে কাছে ?


বলো তারে মেঘের বুকে
রঙরা এখন কাঁদছে দুখে
বিবর্ণ এক আকাশ জুড়ে
অসিত বিষের বাষ্প উড়ে
নীরস হাওয়ায় ভাসছে ব্যথায়
যা কিছু জমাট আছে।


কাঁদছে কি কোনো মানব মানবী মন ?


বলো তাদের কান্না এখন
নির্ঝরিণীর নীরব কথন
বৈধ নেই আর পরিত্রাণ সুখ
হৃদয় এখন নিরুদ্ধ মূক
অপলাপ শুধু রাজ করে আজ
নিরাধার সারাক্ষণ।


কাঁপছো কি তুমি সব হারানোর ভয়ে ?


এখন তো প্রেম প্রাপ্তিশূন্য
চাওয়া পাওয়া সব অসম্পূর্ণ
কেউ কারো নয় তবুও যে হায়
সবাই নতুন সবাইকে চায়
এলোমেলো সব মেকি সংস্রব
ভুগছে অবক্ষয়ে।


লিখছি কি আমি বিবশ বেদনা কাব্য ?


আমিও তো ভাবি নৃলোকেই আছি
তবু কেন রোজ মনে মরে বাঁচি
কোথায় মর্ত জীবন ভাবনা
রৌরব তাপে শুধুই যাতনা
এমন দ্বিভাব মননে কি করে
সুখের কবিতা লিখবো ?