কিছু ভুল এখনও জমাট মনে
কিছু পীড়া আক্ষেপ রাখে বেঁধে,
কিছু হাসি হয়েছে ঘরের সতীন
কিছু কথা একাকী বাঁচছে কেঁদে।


ঊন আশা কখনও রেখেছে অধীর
ঊন প্রেম কোথাও রয়েছে সুপ্ত,
ঊন দুখে নেই কোনো অনুভূতি
ঊন গ্লানি তবুও হয়নি লুপ্ত।


কৃশ বোধ দেয়নি কোনোই ভাবনা
কৃশ খেদ তবুও জাগায় নিশি,
কৃশ স্নেহ ক্লান্ত মাথায় রাখে হাত
কৃশ সাড় হয়েছে যে সেবাদাসী।


অণু সুখ আজও রয়ে গেছে অরি
অণু শুচি তবুও জাগায় উমেদ,
অণু ব্যথা সেই বাসনার দোসর
অণু ক্লেশে যোগ বিয়োগের বিভেদ।