যে থাকে মনের গহীনে
তার খোঁজে মন উচাটন,
তুমি আমি বৃথাই লিখি
কবি তো সে-ই সারাক্ষণ।


যে থাকে অমৃতকণায়
তারে ঢাকি কলুষ ধোঁয়ায়,
তুমি আমি সভ্যতা দাস
সে উড়ার মানস জাগায়।


যে থাকে অয়নে গগনে
তারে নিয়ে দখল ধারণ,
তুমি আমি যুক্তি গড়ি
তার নেই নিয়ম কারণ।


যে থাকে পুষ্পে বৃক্ষে
তার রঙে চিত্র প্রসাদ,
তুমি আমি নকশা আঁকি
তার পটে হরিষ বিষাদ।


যে থাকে ভূত ভাবীতে
তারে ডাকি বর্তমানে,
তুমি আমি সংখ্যা গুনি
সে অসীম হিসেব জানে।


যে থাকে স্বার্থশূন্য
তার তরে তুষ্টি আসর,
তুমি আমি বাঁচতে ব্যস্ত
সে একা অবিনশ্বর।