তোমায় দিলাম এক ফালি প্রেম
দুধ-জোছনার প্রণয় দিলে তুমি,
ধুপ দহনের খরার শেষে
শীতল হলো মনের মরুভূমি।


আমায় দিলে একটু আদর
তৃষ্ণা মিটেও মিটলো না যে সাধ,
লোকসানের এই লেনদেনে তাই
প্রেমিক নামের জুটলো অপবাদ।


তোমায় দিলাম একটি ছোঁয়া
সোহাগ বানে ভাসিয়ে দিলে আমায়,
কামনা সুখে নিত্য ডুবি
স্পর্শকাতর অতুষ্টি খেদ আশায়।


আমায় দিলে একটু হাসি
নীহার হলো রাতজাগা সব ক্লেশ,
পুরুষ-মোড়া কান্নারা সব
লজ্জা পেয়ে হলো নিরুদ্দেশ।


তোমায় দিলাম ছোট্ট খেয়াল
জল-ছায়া-রোদে স্বপ্ন করলে রোপণ,
ছন্নছাড়া ডোকরা ছেলে
এক নিমিষেই শিখলো জীবনযাপন।


আমায় দিলে ভালোবাসার
ঋদ্ধি বরে বর্ণালী রাতদিন,
তাই বিনিময় অসম আজ
সবটা দিয়েও মিটবে না এই ঋণ।